ভলতেয়ারের জন্ম ও পুণ্যলতা চক্রবর্তীর প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ২১ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২১ নভেম্বর ২০২১, রোববার। ০৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮০৬- ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
১৮৭- টমাস এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।
১৯৪৫- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
১৯৪৭- স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।
১৯৭১- বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।

জন্ম
১৬৯৪- ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ার। তার পুরোনাম ফ্রঁসোয়া-মারি আরুয়ে। তার বাকচাতুর্য ও দার্শনিক ছলাকলা সুবিদিত। তিনি নাগরিক স্বাধীনতার স্বপক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন।
১৯২১- ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী।
১৯২১- বেটি উইলসন, অস্ট্রেলীয় নারী ক্রিকেটার।
১৯৬৬- বাংলাদেশের গীতিকার কবির বকুল।
১৯৯১- ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা।

মৃত্যু
১৯৭০- নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন।
১৯৭৪- শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী। পু্ণ্যলতা চক্রবর্তীর আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায়। তার পিতা বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তার মা বিধুমুখী দেবী ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে।
১৯৯৬- নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আবদুস সালাম।

দিবস
বিশ্ব টেলিভিশন দিবস।
সশস্ত্র বাহিনী দিবস, বাংলাদেশ।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।