জন কিটসের জন্ম ও শচীন দেব বর্মনের প্রয়াণ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৩১ অক্টোবর ২০২১, রোববার। ১৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা
১৯৩৬- প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৪০- ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।
১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৮৪- নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
১৯৮৮- চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি।
১৯৯৪- চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম
১৭৯৫- ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি জন কিটস। লর্ড বায়রন ও পার্সি বিশি শেলির সঙ্গে সঙ্গে তিনিও ছিলেন দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের একজন। তার মৃত্যুর মাত্র চার বছর আগে তার সৃষ্টিগুলো প্রকাশিত হয়। ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
১৯৩১- বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।
১৯৪৬- বাংলাদেশি অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।
১৯৪৬- আইরিশ অভিনেতা স্টিফেন রেয়া।
১৯৭৬- স্প্যানিশ ফুটবলার গুতি।
মৃত্যু
১৯৬০- মার্কিন ঔপন্যাসিক ও কবি এইচ এল ডেভিস।
১৯৭৫- বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকজ সংগীত শিল্পী শচীন দেব বর্মন। ১৯০৬ সালের ১ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তিতুল্য ও জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসংগীত শিল্পী। তাকে এস ডি বর্মন হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশ বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছু কমেনি।
১৯৮৪- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৮৬- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।
১৯৮৭- বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।
২০০২- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।
কেএসকে/এসইউ/এমএস