কবি ফররুখ আহমদের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৯ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার। ০৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৯৪২- চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
১৯৫৪- একদল অস্ট্রেলীয় অভিযাত্রী পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু জয় করে।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।
১৯৯৬- সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের উদ্বোধন।

জন্ম
১৮৭০- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মাতঙ্গিনী হাজরা।
১৯০৩- বাঙালি সুরশিল্পী ও সংগীত পরিচালক রাইচাঁদ বড়াল।
১৯২৪- বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
১৯৬১- অভিনেতা ও প্রযোজক সানি দেওল।

মৃত্যু
১৯২২- বাঙালি লেখক চন্দ্রশেখর মুখোপাধ্যায়।
১৯৭৪- বাঙালি কবি ফররুখ আহমদ। তাঁর পুরো নাম সৈয়দ ফররুখ আহমদ। জন্ম ১০ জুন ১৯১৮ সালে। তিনি বাংলাদেশি কবি। তবে ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিত। তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে।
২০০৪- টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভার্সন।
২০১৪- বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ।

কেএসকে/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।