টমাস আলভা এডিসন ও চার্লস ব্যাবেজের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৮ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৮ অক্টোবর ২০২১, সোমবার। ০২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৫৬৫- ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।
১৭৪৮- গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১২- ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২২- ব্রিটেনে বিবিসি রেডিও প্রতিষ্ঠা করা হয়।

জন্ম
১৯০৬- শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়।
১৯১৮- বাঙালি চিত্রশিল্পী পরিতোষ সেন।
১৯২৫- বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র।
১৯৫০- ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী জন্মগ্রহণ করেন।
১৯৬৪- শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।

মৃত্যু
১৮৭১- আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
১৯২৩- বাঙালি ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান।
১৯৩১- মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন।
২০০৪- শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।
২০১৮- আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।

দিবস
শেখ রাসেল দিবস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।