মুস্তাফা সিরাজ ও রমা চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৪ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। ২৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৮০৬- ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮২- পাকিস্তানের লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫- পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্বপাকিস্তান রাখা হয়।
১৯৭১- মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছ থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।
২০২০- পৃথিবীকে অতিক্রম করে ২০২০ টিবি-৯ ও ২০২০ এসটি-১ নামের দুটি গ্রহাণু।

জন্ম
১৮৯০- বিংশ শতকের বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়।
১৯৩০- রবীন্দ্রসংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়।
১৯৩০- বাঙালি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ।
১৯৪১- বীরাঙ্গনা রমা চৌধুরী।
১৯৮৮- অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

মৃত্যু
১৫১৪- পণ্ডিত, কবি ও শিক্ষক ফয়েজি।
১৯৪৩- অস্ট্রেলীয় ক্রিকেটার জিমি ম্যাথুজ।
১৯৫৬- বাঙালি লেখক মহেন্দ্রনাথ দত্ত।
১৯৮৪- রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন।
১৯৮৯- কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।

দিবস
বিশ্ব মান দিবস।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।