ইলা মিত্র ও কিশোর কুমারের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৩ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৩ অক্টোবর ২০২১, বুধবার। ২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৫৫৬- মুঘল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
১৭৯২- মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮১৫- সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯২৩- আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
১৯৬৬- শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
১৯৯১- বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।
২০০৪- ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু।

জন্ম
১৮৬২- পর্যটক ও লেখক মেরি কিংসলে।
১৮৯০- মার্কিন ঔপন্যাসিক কনরাড রিক্টার।
১৯১১- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার।
১৯৪৮- পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খান।
১৯৯৪- বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস।

মৃত্যু
১৯৬৪- বাঙালি কবি গোলাম মোস্তফা।
১৯৮৩- অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
১৯৮৭- বাঙালি অভিনেতা ও গায়ক কিশোর কুমার।
১৯৮৭- বাংলাদেশি যাত্রা অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস।
২০০২- বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র।
২০০৬- বাঙালি ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু।
২০১৩- বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।
২০২০- বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দার।

কেএসকে/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।