উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ও প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১২ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার। ২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৪৯২- পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান, আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ।
১৯৬৮- স্পেনের কাছ থেকে ঘানা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।
১৯৭২- বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন হয়।
১৯৯২- কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়।
১৯৯৯- টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।

জন্ম
১৮৬৪- বাঙালি কবি কামিনী রায়।
১৯০২- পর্বতপ্রেমী, পরিব্রাজক ও ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯২৪- রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।
১৯২৭- চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এহতেশাম।
১৯৫৫- বাংলাদেশি লেখক হরিশংকর জলদাস।
১৯৬০- বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপী আখন্দ।

মৃত্যু
১৯২৪- ফরাসি কথাশিল্পী আনাতোল ফ্রাঁস।
১৯৮১- ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৯৮৬- ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী ডা. বিজয় কুমার বসু।
১৯৯১- ভারতের স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।
১৯৯৭- পর্বতপ্রেমী, পরিব্রাজক ও ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়।

দিবস
বিশ্ব আর্থ্রাইটিস দিবস।

কেএসকে/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।