সাহিত্যবিশারদ ও নীলিমা ইব্রাহিমের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১১ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১১ অক্টোবর ২০২১, সোমবার। ২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৩৭- কলকাতায় ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে ৩ লাখ লোকের মৃত্যু হয়।
১৮৯৯- দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫৭- প্রধানমন্ত্রীর পদ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
১৯৭৪- গিনি বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২০০০- লন্ডনে প্রথমবারের মতো একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

জন্ম
১৮৭১- বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ।
১৮৭৭- বাঙালি লেখক, ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৯২১- বাঙালি শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম।
১৯৪২- ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ অমিতাভ বচ্চন।
১৯৬৫- ভারতীয় ধারাবাহিক আদালতের অভিনেতা রনিত রায়।

মৃত্যু
১৯৩৮- বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু।
১৯৯১- বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।
২০০৭- লেখক, শিল্পী, কবি ও সংগীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময়)।
২০১২- ফরাসি গায়ক ফ্রাঙ্ক আলমো।
২০১৯- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার।

দিবস
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।