মহাত্মা গান্ধী ও লীলা নাগের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০২ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০২ অক্টোবর ২০২১, শনিবার। ১৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৯০- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৯২২- চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯৫৮- ফ্রান্সের কাছ থেকে ঘানা স্বাধীনতা অর্জন করে।
১৯৮৩- গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।
১৯৯৫- বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
২০০২- তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম
১৮১৪- সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
১৮৬৯- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)।
১৮৮৯- বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী।
১৯০০- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।
১৯০৪- ভারতের প্রাক্তন (তৃতীয়) প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী।
১৯৬২- টারজান খ্যাত হলিউড তারকা জো লারা।
১৯৬৪- জেমস নামে পরিচিত বাংলাদেশি রক শিল্পী ফারুক মাহফুজ আনাম।

মৃত্যু
১৯০৬- ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মা।
১৯১৭- বাঙালি কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার।
১৯৭১- ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ খালেক নওয়াজ খান।
১৯৭৪- পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন।
১৯৮৫- মার্কিন অভিনেতা রক হাডসন।
২০০৭- ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার ডেররিক।

দিবস
আন্তর্জাতিক অহিংস দিবস।
জাতীয় উৎপাদনশীলতা দিবস।
পথশিশু দিবস।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।