ইমাম খোমেনী ও মিশুক মুনীরের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার। ০৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৮৯- যুক্তরাজ্যে ডাক ব্যবস্থা চালু হয়।
১৭৮৯- মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।
১৯১৯- বঙ্গোপসাগর থেকে উত্থিত সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ জেলা বিধ্বস্ত হয়।
১৯৪৮- হোন্ডা মোটরস্ কোম্পানি প্রতিষ্ঠা।
১৯৬৮- সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।
১৯৭৪- আফ্রিকার দেশ গিনি বিসাও পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৭- ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

জন্ম
১৫৩৪- শিখ ধর্মের চতুর্থ গুরু রামদাস।
১৮৬৯- আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
১৮৯৬- মার্কিন কথাসাহিত্যিক এফ স্কট ফিট্জেরাল্ড।
১৮৯৮- নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি।
১৯০২- ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা ইমাম রুহুল্লাহ খোমেনী।
১৯০৭- ভারতীয় চিত্রকর সুধীররঞ্জন খাস্তগীর।
১৯৫৮- ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী।
১৯৫৯- টেলিভিশন সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক মিশুক মুনীর।

মৃত্যু
১৮৫৯- সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।
১৮৬০- ফরায়েজি আন্দোলনের নেতা মোহসীন উদ্দীন দুদু মিয়ার ইন্তেকাল।
১৯২৪- রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের মৃত্যু।
১৯২৫- কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক গোকুলচন্দ্র নাগ।
২০১০- বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত।
২০২০- ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু।

দিবস
থাইল্যান্ডের মাহিডোল দিন।
পেরুর সশস্ত্র বাহিনী দিবস।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রজাতন্ত্রী দিবস।
ভারতীয় উপমহাদেশের মীনা দিবস।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।