সুচিত্রা মিত্র ও সালমান শাহের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ সেপ্টেম্বর ২০২১, রোববার। ০৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৯৬- জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।
১৯৬০- পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বুর্কিনা ফাসো।
১৯৮৫- মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত হয়।
১৯৯২- যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয়।
১৯৯৪- যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে।
২০০৬- বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।

জন্ম
১৯০৩- কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
১৯১১- নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং।
১৯১৯- ভারতীয় কৌতুক অভিনেতা জহর রায়।
১৯২১- বাঙালি লেখক ও ঔপন্যাসিক বিমল কর।
১৯২৪- কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্র।
১৯৩৪- অধ্যাপক, লেখক, সংগীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী।
১৯৫৫- কবি মোহাম্মদ সাদিক।
১৯৭১- চিত্রনায়ক সালমান শাহ।

মৃত্যু
১৩৩৯- জাপানের সম্রাট গো-দিয়গো।
১৮৮১- মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড।
১৯৮৭- লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন।
২০১৬- সাউন্ড অব মিউজিক তারকা চার্মিয়ান কার।

দিবস
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।