শাবানা আজমি ও রোনালদোর জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার। ০৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৫০২- ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
১৮১৮- চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৮৫১- ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৬১- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হন।
২০০৭- পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম
১৮৬৭- চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।
১৮৬৯- বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।
১৯৫০- ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি।
১৯৫৪- মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।
১৯৭০- ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।
১৯৭৬- ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো।

মৃত্যু
১১৮০- ফ্রান্সের রাজা সপ্তম লুই।
১৭৮৩- গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।
১৮৯৯- চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসু।
১৯৫৬- প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।
২০২০- হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফী।

দিবস
বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস।
বিশ্ব নৌ দিবস।
আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।