পলান সরকারের জন্ম, ফিরোজা বেগমের মৃত্যু

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার। ২৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৯১- প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।
১৯১৫- বিপ্লবী বাঘা যতীন ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৯২৩- মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’ প্রতিষ্ঠা করেন।
১৯৪৮- পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯১- তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৩- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
২০০৫- মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

জন্ম
১৮৮২- অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।
১৯২০- সন্তোষকুমার ঘোষ, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
১৯২১- পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।
১৯৬৭- অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা।
১৯৯৯- অঞ্জন সাহা তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।

মৃত্যু
১৯৬৩- রাধাকুমুদ মুখোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ ও জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
১৯৬৮- অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৭৬- মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা।
১৯৮৯- রাধারাণী দেবী, বাঙালি কবি।
২০১৪- ফিরোজা বেগম, বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পী। তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশে নজরুলসংগীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।