আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার দিন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২১ আগস্ট ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২১ আগস্ট ২০২১, শনিবার। ০৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৯১১- লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
২০০৪- ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়, সেই হামলায় ২৪ জন নিহত হন এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় তিনশ মানুষ আহত হন। এ হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভী রহমান অন্যতম, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী।
২০০৭- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের প্রতিবাদে দিনটি কালো দিবস হিসেবে চিহ্নিত করা হয়।

জন্ম
১৯৭৩- সের্গেই ব্রিন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৮৬- বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
১৯৮৯- আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।
১৯৪০- রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
১৯৪৩- সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
১৯৯৫- সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
২০০৬- ওস্তাদ বিসমিল্লাহ খান, ভারতীয় সানাই বাদক।
২০১৭- নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।