করোনাকালে মৃতদের দাফন করছে মাস্তুল ফাউন্ডেশন

বেনজির আবরার
বেনজির আবরার বেনজির আবরার , ফিচার লেখক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ জুলাই ২০২১

সারাদেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও করোনায় মৃতদেহ দাফন বা সৎকারে সক্রিয় রয়েছে মাস্তুল ফাউন্ডেশন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। রাজধানীর ধানমন্ডির মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান জানান, বর্তমান লকডাউন পরিস্থিতিতেও তাদের দাফন সেবা চলমান। প্রতিদিন ৩-৪টি লাশ দাফন করতে হচ্ছে। যে পরিমাণ কল আসে; সে পরিমাণ সেবা দিতে পারছেন না তারা। অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারের স্বল্পতার কারণে অনেক অসহায়কে সেবা দিতে পারছেন না।

জানা যায়, সংগঠনটি এ পর্যন্ত ৫১০ জনের মৃতদেহ সৎকার করেছে। এরমধ্যে করোনা আক্রান্ত মৃতদেহ ও অন্য রোগে আক্রান্ত মৃতদেহও আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মাস্তুল ফাউন্ডেশন এ দাফন ও অক্সিজেন সেবা দিয়ে আসছে।

মাস্তুল ফাউন্ডেশনের আছে নিজস্ব দাফন সেবা টিম। যে টিমের সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, মরদেহ গোসল করানো থেকে শুরু করে কাফনের কাপড় পরানো, জানাজার নামাজ আদায় করানো, দাফন করা- প্রতিটি কাজ এ টিমের সদস্যরা করে থাকেন।

বর্তমানে অন্য জায়গায় লাশ গোসল করানো হয়ে থাকে। ভবিষ্যতে নিজেদের একটি স্থায়ী জায়গার মাধ্যমে লাশ গোসলের ব্যবস্থা করা হবে। এর জন্য সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করেছে মাস্তুল ফাউন্ডেশন।

দাফন কাজের স্বেচ্ছাসেবীরা এসেছেন বিভিন্ন পেশা থেকে। নারীদের দাফনের জন্য আছে আলাদা টিম। এখানে নারী স্বেচ্ছাসেবীরাই সব করে থাকেন।

ambu1

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনা মহামারির শুরুতে মৃতদের লাশ দাফন ও সৎকার করার জন্য মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার্ড সামাজিক প্রতিষ্ঠান। তাদের নিজস্ব স্কুল, এর বাইরে ২২টি স্কুল ও ১২টি জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলব্যাগ, জুতা, মোজা, বই, খাতাসহ শিক্ষা উপকরণ দিয়ে আসছে। পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করছে।

এছাড়া পিতা-মাতাহীন, অনাথ বাচ্চাদের জন্য ‘মাস্তুল শেল্টার হোমে’ আবাসিক-অনাবাসিক মিলে অর্ধশত বাচ্চা আছে। আছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। যার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ২৫০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে।

মাস্তুল ফাউন্ডেশন মৃতদের দাফনের পাশাপাশি অসহায় ও গরিবদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে। দাফন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা পেতে কল করতে পারেন ০১৭৩০৪৮২২৭৯ নম্বরে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।