করোনা: সুস্থ হওয়ার পরও আক্রান্ত হতে পারেন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৮ মে ২০২০

ডা. মোহাম্মদ ওমর ফারুক মিয়া

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩.৭ মিলিয়নেরও বেশিতে পৌঁছেছে। এটি প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, হাজার হাজার মানুষ এ রোগ থেকে মুক্তি পাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, যারা ভালো হয়েছেন; তাদের এখন আর ঝুঁকি নেই বা আবার আক্রান্ত হবেন না।

বিশেষজ্ঞরা মনে করেন, করোনাভাইরাস দ্বারা আপনি আবার আক্রান্ত হতে পারেন। এ রোগে আক্রান্ত বেশিরভাগ লোকের মধ্যে হালকা রোগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, একবার কোভিড-১৯ এ আক্রান্ত হলে আবার হওয়ার সম্ভাবনাকে নাকচ করা যায় না।

বিষয়টি হলো- একবার আপনার কোনো নির্দিষ্ট করোনার ভাইরাস সংক্রমণ হয়ে গেলে আপনি সেই ভাইরাসের নির্দিষ্ট প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধক। এক সমীক্ষায় দেখা গেছে, হালকা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা অসুস্থতার কয়েক সপ্তাহ পরেও ভাইরাস পজিটিভ থাকতে পারেন।

বয়স্ক এবং কম রোগ প্রতিরোধ সম্পন্ন রোগীর ক্ষেত্রে কোভিড-১৯ এর বারবার আক্রমণ হতে পারে। কারণ ভাইরাসের বিরুদ্ধে তাদের সীমিত শারীরিক প্রতিক্রিয়া রয়েছে। তারা রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারেননি। এদের ক্ষেত্রে রোগাক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

তাই আমাদের আরও বেশি সাবধানে থাকতে হবে। কারণ করোনাকাল বিশ্বে কতদিন স্থায়ী হবে, একমাত্র বিধাতাই জানেন। তাই এটি স্পষ্ট যে, বয়স্ক রোগী এবং যারা আগে থেকেই বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন; তাদের মৃত্যুহার এ রোগে অনেক বেশি।

যারা আগে থেকে হাঁপানি, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যান্সার রোগে ভুগছেন অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন; তাদের উচিত ঘর থেকে বের না হওয়া। ঘরের মধ্যে থেকেও বারবার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা।

লেখক: সহকারী অধ্যাপক, নেফ্রোলজি ও ডায়ালাইসিস ইউনিট, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।