পায়ে আংটি পরার আগে বিষয়গুলো জেনে নিন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৬ মে ২০২০

পায়ের আঙুলে অনেকেই আংটি পরেন। তার কিছু নিয়মও আছে। যা অবশ্যই মেনে চলা দরকার। অনেকে মনে করেন, এর মাধ্যমে নানা অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া নানা রোগ-ব্যধি থেকে মুক্ত থাকা যায়। তবে কেউ কেউ শুধু সাজগোজের জন্য ব্যবহার করেন।

তবে সঠিক নিয়মে এ আংটি পরতে হয়। তা না হলে জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা হতে পারে। তাই আংটি পরার আগে জেনে নিন কোন কোন বিষয় অবশ্যই মানতে হবে—

ring-in.jpg

১. কোনোভাবেই পায়ের আংটি সোনার হতে পারবে না। এটি অবশ্যই রুপার হতে হবে।

২. দুই পায়ে অবশ্যই একই ডিজাইনের আংটি পরতে হবে। দুই পায়ে দু’রকমের আংটি পরা যাবে না।

৩. পা এবং আংটি- দুটোই যেন সব সময় পরিষ্কার থাকে। কোনোভাবে নোংরা পায়ে আংটি পরা যাবে না।

৪. নিজের পায়ের আংটি অন্যকে দিতে নেই। এতে সৌভাগ্য অন্যের কাছে চলে যায় বলে ধারণা করা হয়।

৫. সাধারণত মধ্যমায় আংটি পরতে হয়। তবে অবিবাহিত নারীদের পায়ের আঙুলে আংটি পরতে নেই।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।