কত তাপমাত্রায় করোনা ধ্বংস হয়? জানাচ্ছে গবেষণা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০

চলছে বৈশাখ মাস। বাংলাদেশে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকাল কি করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম? অনেকের মনেই এমন প্রশ্নের উদয় হতে পারে। উত্তর হচ্ছে- ৯২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা করোনাভাইরাস সামলাতে পারে।

সুতরাং আমাদের দেশের গ্রীষ্মকাল এ জীবাণু ধ্বংস করতে যথেষ্ট নয়। তাই যারা ভেবেছেন, গরম বাড়লেই করোনা পালাবে, তাদের ভাবনা সঠিক নয়।

ফ্রান্সের গবেষকরা জানান, ১০০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় করোনাভাইরাস বাঁচে না। তার মানে পানি টগবগ করে ফোটাতে যে তাপমাত্রা দরকার। সে পরিমাণ তাপমাত্রা দরকার করোনাভাইরাস ধ্বংস করতে।

corona-in.jpg

জানা যায়, যে স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস নিয়ে কাজ করেন, তাদের নিরাপত্তার জন্য এ গবেষণা করা হয়। পরীক্ষা করে দেখা হয়, কখন এ জীবাণু নিষ্ক্রিয় হয়ে যায়। গবেষকরা বলছেন, আমাদের দেশের ৩২-৩৫ ডিগ্রি তাপমাত্রা যথেষ্ট নয়।

গবেষকরা আরও বলেন, ৬০ ডিগ্রি তাপমাত্রায় একঘণ্টা রেখেও দেখা যায়, করোনাভাইরাস নিজের ক্লোন তৈরি করতে পারে। শুধু ৯২ ডিগ্রিতে ১৫ মিনিট রাখার পর ভাইরাসটি মারা যায়। তাই বলা যায়, লড়াইটা খুব সহজ নয়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।