ডায়াবেটিস করোনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ২১ মার্চ ২০২০

করোনাভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের নাম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজারেরও বেশি মানুষের। বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অঞ্চল লকডাউন করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে সব ধরনের প্রতিষ্ঠান। ফলে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে সবাইকে।

বিশেষজ্ঞরা বারবার বলছেন, দীর্ঘমেয়াদী অসুস্থতা যাদের রয়েছে, করোনাভাইরাসের ক্ষেত্রে তাদের ঝুঁকি অনেকটাই বেশি। যে অসুস্থতাগুলো করোনাভাইরাসের কাছে ব্যক্তিকে দুর্বল করার সম্ভাবনা বাড়িয়ে দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস।

coro-in-(2).jpg

তবে আশার কথা হলো- ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে ঝুঁকি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা না হলে ডায়াবেটিসের কারণে যেকোনো অসুস্থতাই সহজে মজবুত হয়ে ওঠে। করোনাভাইরাস তো আরও ভয়াবহ। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।

চিকিৎসকরা জানান, করোনাভাইরাস যখন মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে; তখন ডায়াবেটিস রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ ডায়াবেটিক আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। যে কারণে দুর্বল শরীরে সহজেই থাবা বসাতে পারে করোনাভাইরাস।

coro-in-(2).jpg

এক্ষেত্রে ডায়াবেটিক আক্রান্তদের হাইজিন রক্ষা করার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যতটা সম্ভব মেলামেশা কমাতে হবে। মুঠোফোনে বা সোশ্যাল মিডিয়ায় খবর নিতে পারেন। মুখোমুখি দেখা করা, বন্ধুদের সঙ্গে আড্ডা, জনসমাবেশে যাওয়া বন্ধ রাখাই ভালো।

মূল কথা হচ্ছে- আপনার শরীর এখন কেমন আছে, সেদিকে ভালোভাবে খেয়াল রাখুন। সামান্যতম অসুস্থ বোধ করলেও নিকটস্থ চিকিৎসকের কাছে যান। প্রতি পদে পদে চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। তাহলেই হয়তো আপনি হারিয়ে দিতে পারবেন করোনাভাইরাসকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।