অবহেলায় ফুটে থাকা বুনোফুল

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

ফুলের কদর সবাই করে। অনুষ্ঠান-উৎসবে ফুলের প্রয়োজন হয়। তাই বলে সব ফুল কাজে আসে না। সব ফুলে মালা গাথা যায় না। সেসব ফুলই আমাদের কাছে বুনোফুল। বুনোফুলের ছবিগুলো তুলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসরিন হিমু-

flower

বুনোফুলের ছবি তোলাই হিমুর শখ। বাড়ির পাশে অথবা রাস্তায় কোনো বুনোফুল দেখলেই ছবি তোলেন তিনি। হয়তো আমরাও সব সময় ফুলগুলো দেখি। নানা প্রজাতির এ ফুলের মধ্যে অনেক অবহেলিত ফুলও আছে। যেগুলোকে বলা হয় ‘বুনোফুল’। যেসব ফুলের হয়তো নিজস্ব কোনো নাম নেই, শুধু বুনোফুল নামেই সবার কাছে পরিচিত।

flower

আমাদের আশেপাশে, বনে, জঙ্গলে, রাস্তার ধারে এসব দৃষ্টিনন্দন ফুল ফুটে থাকে। বুনোফুল মানুষের কাছে অবহেলিত হলেও এরা স্রষ্টার নির্দেশ মেনে পৃথিবীর সৌন্দর্য বাড়ানোর জন্য সব সময়ই ফোটে। এসব ফুলের মধ্যেও অনেক সুন্দর সুন্দর ফুল আছে, সেগুলোকে মানুষ পায়ে দলে মুড়িয়ে দেয়।

flower

তবুও বুনোফুল ফোটে, পৃথিবীর সৌন্দর্য বাড়ায়। রাস্তার পাশে, বনে-জঙ্গলে অজস্র বুনোফুল ফোটে। কে আদর করলো, আর কে করলো না; তাতে বুনোফুলের কিছুই যায় আসে না। তারপরও এ ফুলগুলোর মধ্যে আলাদা সৌন্দর্য আছে। আমাদের তা খুঁজে দেখার ফুসরত মেলে না। সত্যিই অনিন্দ্য সুন্দর অলক্ষে, অবহেলায় ফুটে থাকা ফুলগুলো।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।