ডেঙ্গু সারাতে পেঁপে পাতা খেয়ে বিপদ বাড়াচ্ছেন না তো?

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনেকেই কাঁচা পেঁপে পাতা খেয়ে থাকেন। ডেঙ্গু ধরা পড়তেই তারা কাঁচা পেঁপে পাতা চিবিয়ে খেয়ে ফেলেন। চিকিৎসকরা বলছেন, এতে আরোগ্যের বদলে বিপর্যয় ঘটতে পারে। কারণ কয়েক ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগীর পাকস্থলীতে গুরুতর সমস্যা শুরু হয়। গ্যাসট্রিক এমনকি আলসারও হতে পারে। রোগীর অবস্থা তখন আরও খারাপ হয়ে যায়।

এক গবেষণায় দেখা গিয়েছিল, পেঁপে পাতায় প্যাপাইন নামক একটি পদার্থ থাকে। যা মানবদেহের রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। ফলে ডেঙ্গু বা ম্যালেরিয়ায় খুব উপকারী হতে পারে। সে খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। আর তাতেই বাড়ছে বিপদ।

ভারতীয় গণমাধ্যম বলছে, বহু রোগী শুধু পেঁপে পাতা চিবিয়ে খেয়ে বিপদ বাড়িয়েছেন বহুগুণ। অনেকের কাঁচা পেঁপে পাতা খেয়ে আলসার হয়ে গেছে। ডেঙ্গুর সঙ্গে গ্যাসট্রিক বা আলসার বিপদ আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় রোগীর স্বজনদের বোঝাতে মাঠে নেমেছেন দেশটির চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের কাজ করা ঠিক নয়। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ পেঁপে পাতা খেয়ে পেটে আলসার বা গ্যাসট্রিক হলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। রোগীর বমি হতে পারে। শরীর থেকে দ্রুত প্রচুর জলীয় পদার্থ বের হয়ে মৃত্যু হতে পারে।

তবে পেঁপে পাতায় কি সত্যি কোন উপকার হয় না? এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে ছড়ানো বার্তাটি আংশিক সত্য। প্যাপাইন প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। তাই বলে কাঁচা পেঁপে পাতা খাওয়াটা কোনভাবেই উপকারী নয়।

মেডিসিন বিশেষজ্ঞরা মনে করেন, গবেষণাটি আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃতি পায়নি। ফলে এটি চিকিৎসা পদ্ধতি হিসাবে গণ্য হতে পারে না। আর কাঁচা পেঁপে পাতা ডেঙ্গুতে কোনভাবেই খাওয়া উচিত নয়। এতে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।