কম খরচে ঘরে অ্যাকোরিয়াম বসাবেন যেভাবে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০২ জুলাই ২০১৯

ঘরে অ্যাকোরিয়াম রাখা ভালো। তাতে অনেক রকম সুবিধা পাওয়া যায়। তা যেমন বসার ঘরের সৌন্দর্য বাড়ায়; তেমনই প্রভাব পরে স্বাস্থ্যেও। এছাড়া অ্যাকোরিয়াম বসানো খুব কঠিন কিছু নয়। বাসায় খুব কম খরচেই বসাতে পারবেন অ্যাকোরিয়াম। তাই আগেই জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য-

• প্রথমে ঘরের জায়গা অনুযায়ী অ্যাকোরিয়াম কিনুন। মনে রাখবেন, বেশি ছোট অ্যাকোরিয়ামে মাছ রাখা কঠিন। তাই অ্যাকোরিয়াম ২x১x১ ফুটের কম না করাই ভালো।

• ঘরের শক্ত টেবিল বা স্থাপনার থার্মোকলের উপরে অ্যাকোরিয়াম বসাবেন। সরাসরি রোদ আসে এমন জায়গায় অ্যাকোরিয়াম রাখা ঠিক নয়।

• মাছকে সুস্থতার সাথে টিকিয়ে রাখতে গেলে পানিতে পর্যাপ্ত অক্সিজেন দরকার। তাই অ্যাকোরিয়ামের আকার অনুযায়ী ফিল্টার লাগাবেন।

fish-

• মাছ নির্বাচন করার আগে মাছটি সম্পর্কে জেনে নিন। কোন মাছের কতটা পানি দরকার। কোন কোন মাছ একসঙ্গে রাখা যায়, তার চার্ট পাবেন গুগলে। ৩-৪ ফুটের থেকে ছোট অ্যাকোরিয়ামে গোল্ডফিশ, সার্ক জাতীয় মাছ না রাখাই ভালো। বেশি কঠিন প্রজাতির মাছ এড়িয়ে চলুন।

• জেনে নিন অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী পছন্দের মাছ কতগুলো রাখা যাবে। মাছ কম রাখুন। তাতে ফাঁকা দেখালেও নোংরা কম হবে। মাছও সাঁতার কাটার অনেক জায়গা পাবে।

• অ্যাকোরিয়াম সাজাতে ন্যাচারাল ছোট নুড়ি বা বালি ব্যবহার করুন। রঙিন পাথর থেকে পানিতে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। মাছের স্ট্রেসও বাড়তে পারে।

• প্লাস্টিকের গাছ দিয়ে সাজালে মাছের ক্ষতি হতে পারে। মাছ যদি গাছ না খায়, তাহলে জীবিত গাছ দিন। সে ক্ষেত্রে পর্যাপ্ত আলো দিতে হবে। যেমন- আমাজন সোর্ড, কাবোম্বা, স্যাজিটিরিয়া, লিলি, ক্রিপ্টোকোরিন গাছ ভালো।

fish-

• অ্যাকোরিয়াম বসিয়েই অনেক মাছ ছাড়বেন না। উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে একটা-দুটো করে মাছ ছাড়ুন।

• দোকানে অসাধু ব্যবসায়ীর কাছে ভুল মাছ বা তথ্য নিয়ে ঠকবেন না। বিশ্বস্ত দোকান থেকে মাছ কিনবেন।

• ভালো মানের শুকনো খাবার অল্প দেবেন। মনে রাখবেন, কম খাবারের চেয়ে বেশি খাবার খেয়েই মাছ মরার সম্ভাবনা বেশি।

• সপ্তাহে একদিন আধঘণ্টা সময় দিন। মাছ থাকতেই পাইপ দিয়ে অর্ধেক পানি ফেলে দিন। কাঁচ পরিষ্কার করুন নরম স্পঞ্জ দিয়ে। তারপর আবার পানি দিন।

• দরকার না হলে পানিতে অযথা কোন ওষুধ বা কেমিক্যাল দেবেন না। এতে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।