আগুন লাগলে ফায়ার সার্ভিসে যোগাযোগ করবেন যেভাবে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০২ এপ্রিল ২০১৯

বর্তমানে মূর্তিমান আতঙ্ক হিসেবে অগ্নিকাণ্ড উল্লেখযোগ্য। একের পর এক অগ্নিকাণ্ডে ভীত-সন্ত্রস্ত হয়ে আছে সারাদেশের মানুষ। রাজধানী ঢাকাসহ সারাদেশেই ছোট-বড় বেশকয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই মানুষের মধ্যে বাড়ছে সচেতনতাও।

সচেতনতার অংশ হিসেবে বাসা-বাড়ি, অফিস-কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করার প্রবণতা বাড়ছে। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের ফোন নম্বরও রেখে দিতে পারেন। কারণ প্রতিটি জেলা-উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে।

fire-in

> আরও পড়ুন- আগুন লাগলে যে কাজগুলো করবেন না

অগ্নিদুর্ঘটনা ঘটলেই সংস্থাটির দ্বারস্থ হতে পারেন। এছাড়া ১০২ নম্বরে ফোন করেও দ্রুত অগ্নিকাণ্ডের তথ্য দিন। তাই আপনার আশেপাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসের নির্ধারিত এলাকার নম্বরে যোগাযোগ করুন। তবে অহেতুক হয়রানি বা গুজব ছড়ানোর উদ্দেশে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

যোগাযোগের নম্বরগুলো পেতে এই লিঙ্কে ক্লিক করুন-

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।