সাড়ে ৩ লাখ অভিবাসী নেবে কানাডা

আবু তালহা
আবু তালহা আবু তালহা , লেখক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

কানাডাকে ল্যান্ড অব ইমিগ্র্যান্ট বলা হয়। উত্তর আমেরিকা মহাদেশের এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হয়। দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম। দেশটিতে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে। মাথাপিছু ইনকাম প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

জানা যায়, কানাডা সরকার ২০১৭ সালের নভেম্বর মাসে আগামী ৩ বছরে (২০১৮, ২০১৯, ২০২০) ৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষণার ধারাবাহিকতা অনুযায়ী কানাডা সরকার ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার অভিবাসী নেবে।

> আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে চাইলে 

ইকোনমিক প্রোগ্রামের অধীনে ১ লাখ ৯১ হাজার ৬০০ জন। ইকোনমিক প্রোগ্রামের সাব ক্যাটাগরি হচ্ছে- ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১,৪০০ জন, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২,০০০ জন, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪,০০০ জন, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০ জন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১,০০০ জন, কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২,৫০০ জন।

jagonews

ফ্যামিলি প্রোগ্রামের অধীনে ৮৮,৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের সাব ক্যাটাগরি হচ্ছে- স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮,০০০ জন, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০,৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫,৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪,২৫০ জন।

> আরও পড়ুন- কানাডায় উচ্চশিক্ষা নিতে চাইলে

পূর্বের ঘোষণা অনুযায়ী, ২০২০ সালে কানাডা সরকার ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেবে। কানাডার বর্তমান অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন ইতোমধ্যে ২০২১ সালে আরও ৩ লাখ ৫০ হাজার অভিবাসী নেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আগ্রহীরা এখনই আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।