পুরুষের পাত্তা না পেয়ে যা করলেন এই নারী!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

চেহারা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন নারীরা। নিজের চেহারাকে বিভিন্নভাবে সাজাতে পটু তারা। তাদের মূল লক্ষ পুরুষদের আকৃষ্ট করা। আর কোনো পুরুষ যদি পাত্তা না দেয় তাহলে তো ক্ষোভের শেষ নেই। সেই ক্ষোভ থেকেই অবাক করা কাণ্ড ঘটাতে পারেন তারা।

তেমনই এক নারীর খোঁজ পাওয়া গেল সম্প্রতি। তিনি মোট ২০ বার কসমেটিক্স সার্জারি করিয়েছেন। কিন্তু তাতেই থেমে যেতে চান না। অন্তত আরও চারটি অপারেশন করাতে হবে তার। কারণ তিনি অবিকল সেক্স টয়ের মতো হতে চান।

বিজ্ঞাপন

> আরও পড়ুন- কয়েদির সঙ্গে প্রেম! তারপর যা হলো

অবাক হলেও ঘটনা সত্যি। জার্মানির বাসিন্দা ২৬ বছর বয়সী ট্রান্সসেক্সুয়াল ইভানা এমন সিদ্ধান্তই নিয়েছেন। কারণ তিনি দেখতে যেমন, তা তার পছন্দ নয়। সে জন্যই সার্জারি করিয়েছেন। যাতে পুরুষকে আকর্ষিত করতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

image-in.jpg

ইভানা জানান, ‘আগে আমি কুৎসিত ছিলাম। পুরুষরা আমাকে পাত্তা দিত না। মেয়েরাও আমাকে দেখে হাসাহাসি করত। বলত, আমি সেক্স ডলের মতো দেখতে। তাই আমি নিন্দাকেই প্রশংসা বানিয়ে নিয়েছি।’

> আরও পড়ুন- তরুণীরা আবেদনময়ী সেলফি তোলেন কেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, সার্জারির জন্য এ পর্যন্ত তিনি খরচ করেছেন প্রায় ৮২ লাখ টাকা। বর্তমানে জার্মানির বাসিন্দা ইভানার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১ লাখ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।