সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গাধার কণ্ঠে গান

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

সোশ্যাল মিডিয়ায় কত কিছুই তো ভাইরাল হয়। সেই ভাইরালের সূত্র ধরে সেলিব্রেটি হয়ে যান অনেকেই। তবে এবার ব্যতিক্রমী কিছু ভাইরাল হয়েছে। আর তা হচ্ছে- গাধার কণ্ঠে গান।

এ আবার কেমন কথা? গাধা কি কখনো গান গায়? হ্যাঁ, এবার খোঁজ মিলল এমন এক গাধার, যার সুরেলা কণ্ঠস্বরে গত কয়েক দিন ধরে হতবাক সোশ্যাল মিডিয়া।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আয়ারল্যান্ডের কনেমারার একটি গ্রামে থাকে গাধাটি। তার নাম হ্যারিয়েট। খোলা প্রান্তরে তাকে গান গাইতে দেখা যায়।

সেই গ্রামের বাসিন্দা মার্টিন স্ট্যান্টোন তার গানের ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ সেই সুরে পাগল।

গাধা যে এমন গাইতে পারে, তাতে বিস্মিত সবাই। গাধার খাটনি না খেটে হ্যারিয়েট যে গান গেয়ে শান্তিতে বিশ্রাম নিচ্ছে, তাতে অন্তর্জালের মানুষ খুবই খুশি।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।