জীবিত ডাইনোসর যখন হোটেলের রিসিপশনে!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

হোটেলে পা রাখার পর প্রথমেই যেতে হয় রিসিপশনে। রুম বুক করা সম্পর্কিত আলাপ-আলোচনার পর রুম নম্বর এবং চাবি বুঝে নেওয়ার কাজ করতে হয়। এমন সময় যদি অন্যপাশে মাথা তুলে দাঁড়ায় ডাইনোসর। তখন ভয় পাওয়ারই কথা। কিন্তু সেই ডাইনোসর যদি আবার কথা বলে। রীতিমতো আন্তরিকভাবে বলে— ‘ওয়েলকাম’। আপনার মনের অবস্থা তখন কেমন হবে?

> আরও পড়ুন- খুলির মতো চেহারা বানাতে নাক কাটলো যুবক

কথাগুলো কল্পকাহিনির মতো হলেও, ঘটনা একেবারেই সত্যি। জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত হেন না হোটেলে এমন ব্যবস্থা রয়েছে। সেখানে মানুষ রিসিপশনিস্টের পরিবর্তে কাজ করে কিছু ডাইনোসর রোবট। ২০১৫ সালে নাগাসাকিতে চালু হয় এই হোটেল। সে বছরই হোটেলটি ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখায়। কারণ হোটেলে কোনো মানুষ কর্মচারী নেই। রোবটই হোটেলের সব কাজ দেখাশোনা করে।

dainosor1

> আরও পড়ুন- ১৮ বছর ধরে নির্জন দ্বীপে এক নারী

টোকিওর হেন না হোটেলে রোবটের চেহারা করা হয়েছে ডাইনোসরের মতো। সেগুলো জাপানি ছাড়াও ইংরেজি, চীনা ও কোরিয়ান ভাষায় কথা বলতে পারে। হোটেল থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রিসিপশনে কর্মরত ডাইনোসর। হোটেলের অন্য কাজেও ডাইনোসর। এমনকি হোটেলের অ্যাকুরিয়ামে খেলা করছে ব্যাটারিচালিত মাছ।

ভিডিও দেখুন-

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।