পাসপোর্টের তথ্য সংশোধন করতে চাইলে

আরিফুল ইসলাম আরমান
আরিফুল ইসলাম আরমান আরিফুল ইসলাম আরমান
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১১ আগস্ট ২০১৮

হাতে পেয়েছেন নতুন পাসপোর্ট। কিন্তু বর্তমান ঠিকানা ভুল! কিংবা আগের দেয়া কোনো তথ্য এখন পরিবর্তন করা প্রয়োজন।

পাসপোর্টের যে কোনো ধরনের তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন করতে হবে।

তবে পুরনো পাসপোর্টে বিদ্যমান আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ পরিবর্তনের সুযোগ নেই। চলতি বছর থেকে এই সুবিধা বন্ধ করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর।

পেশা পরিবর্তন করতে চাইলে কর্মক্ষেত্রের প্রত্যায়নপত্র দিতে হবে। সঙ্গে দিতে হবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের ফটোকপি।

স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাইলে নতুন করে পুলিশ প্রতিবেদন লাগবে। তবে বর্তমান ঠিকানা সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম নেই।

বৈবাহিক অবস্থার তথ্য যোগ করতে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে নিকাহনামা।

passport-re-issue

পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করার জন্য এক কপি রি-ইস্যু ফরম ও এক কপি সত্যায়িত নতুন আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র জমা হওয়ার ৭ দিনে মধ্যে জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে চাইলে ফি লাগবে ৬ হাজার ৯শ' টাকা। সাধারণ সময়ানুযায়ী ২১ দিনে পাসপোর্ট পেতে ফি দিতে হবে ৩ হাজার ৪শ' ৫০ টাকা।

এই ফি সোনালী ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকে জমা দেওয়া যাবে।

দেশের যে কোনো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের তথ্য সংশোধন বা পরিবর্তন করার আবেদন করা যাবে। তথ্য সংশোধনের ফরমটি পাওয়া যাবে https://bit.ly/2MjFJ8N ঠিকানায়।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।