যে ফুলে প্রাণনাশ হতে পারে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১২ জুলাই ২০১৮

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল সবাইকেই বিমোহিত করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে মনকাড়া এ ফুলই আবার হয়ে থাকে প্রাণনাশের কারণ। পৃথিবীতে এমন কিছু ফুলের সন্ধান পাওয়া গেছে, যার ঘ্রাণ নেওয়া, স্পর্শ করা বা খাওয়ার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব বিষাক্ত ফুল প্রাণিকূলের জন্য হুমকিস্বরূপ।

হেমলক
hemlok
বসন্তকালে হেমলক গাছ বাড়ে। ফলে তখনই হেমলক ফুল ফোটে। হেমলক ফুল দেখতে ছোট ও সাদা বর্ণের। ফুলগুলো অনেকটা জালের মত ছড়িয়ে থাকে। এই গাছের পাতা-ফুল-আঠা খুবই বিষাক্ত। এটি খালি হাতে স্পর্শ করা যায় না। প্রাণির শরীরে হেমলক বিষ ঢোকার ২০ মিনিটের মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। এর ৩ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।

নেরিয়াম
Nerium
নেরিয়াম গুল্মজাতীয় মাঝারি আকারের ঘন সবুজ গাছ। এর পাতার ফাঁকে ফাঁকে থাকে লাল বা গোলাপি রঙের ফুল। ফুল সাধারণত লাল, বেগুনি, সাদা, হলুদ ও কৃষ্ণ বর্ণের হয়। এই ফুলের কারণে মানুষ ও পশু-পাখি হৃদরোগে আক্রান্ত হয়।

অ্যাকোনিটাম
Aconitum
এই উদ্ভিদকে হেমলকের প্রতিদ্বন্দ্বীও বলা যায়। ফুলটি ‘শয়তানের হেলমেট’, ‘নীল রকেট’ নামেও পরিচিত। ইউরোপের সবচেয়ে বিপজ্জনক গাছ এটি। এর মাধ্যমে আক্রান্ত হওয়ার এক ঘণ্টার মধ্যেই উপসর্গগুলো দেখা যায়। তবে ২-৬ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।

ব্রগম্যানস
brogmans
গুল্মজাতীয় মাঝারি আকারের গাছে ফুল ঝুলে থাকে। দেখতে সাদা, গোলাপি, হলুদ, কমলাসহ বেশ কয়েকটি রংয়ের হয়ে থাকে। গাছ সাধারণত ১২-১৫ ফুট লম্বা হয়ে থাকে। উদ্ভিদটিতে মারাত্মক বিষ থাকে। তাই স্নিগ্ধ এই ফুলকে ‘শয়তানের ডঙ্কা’ বলা হয়ে থাকে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।