কলমের সাহায্যে ক্যান্সার নির্ণয়!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৮ জুন ২০১৮

ছোট একটি ডটপেন। যার নাম ‘মাসস্পেক পেন’। এই বিশেষ যন্ত্রটি এবার ক্যান্সার নির্ণয় করতে সাহায্য করবে। ‘সায়েন্স ট্রান্সলেশানাল মেডিসিন’ নামক জার্নালের এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির দশজন গবেষক আবিষ্কার করেছেন এমন যন্ত্র। যা ১০ সেকেন্ডের মধ্যে শরীরে ক্যান্সার টিস্যু রয়েছে কিনা তা নির্ণয় করবে। আর এ নির্ণয় শতকরা ৯৬ শতাংশ নির্ভুল বলে দাবি করছেন তারা।

এক্স ভিভো মলিকিউলার অ্যানালিসিসের মাধ্যমে গবেষকরা ২৫৩ জন নানা ধরনের ক্যান্সার রোগীর শরীর থেকে স্বাভাবিক ও ক্যান্সার কোষের নমুনা সংগ্রহ করেন। তারা ২০ ধরনের ক্যান্সার টিস্যু নিয়ে সমীক্ষা চালান। এরপর এমন সিদ্ধান্তে আসেন।

টিমের অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোর কলেজ অব মেডিসিনের এন্ডোক্রিন সার্জারি টিমের প্রধান জেমস সুলিবার্ক জানান, এ আবিষ্কারের ফলে অনেক নিরাপদে, দ্রুত, সূক্ষ্মভাবে সার্জারি করা সম্ভব। মাসস্পেক পেনটি যাতে টিস্যুর আরও সুক্ষ্ম প্যাচ পরিমাপ করতে পারে, সে দিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।