বিশ্বে সবচেয়ে বেশি ধূমপায়ী কোন দেশে?

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৫ জুন ২০১৮

বিশ্বজুড়ে বেড়েছে ধূমপায়ীর সংখ্যা। এতে দেখা যায়, কিরিবাতি রয়েছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে রয়েছে গ্রীস। বিশ্ব তামাক বিরোধী দিবসে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপ রাষ্ট্র কিরিবাতিতে সবচেয়ে বেশি মানুষ ধূমপান করে। সেখানে পুরুষদের তিন ভাগের দুই ভাগ এবং নারীদের এক-তৃতীয়াংশের বেশি ধূমপান করে।

পার্শ্ববর্তী দেশ ভারত সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধূমপায়ীর দেশ হচ্ছে গ্রীস। দেশটির মোট পুরুষ জনসংখ্যার অর্ধেক ধূমপান করে। নারীদের মধ্যে ধূমপান করে প্রায় ৩৫ শতাংশ।

পূর্ব তিমুরের ৮০ শতাংশ মানুষ ধূমপান করে। পৃথিবীর যেসব দেশে পুরুষরা সবচেয়ে বেশি ধূমপান করে, পূর্ব তিমুর তাদের মধ্যে সবচেয়ে উপরে। তবে এখানে নারীদের মধ্যে মাত্র ৬ শতাংশ ধূমপান করে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।