দেখা মিলল সাদা কাকের!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৯ মে ২০১৮

কাকের সঙ্গে কালো রংটাই যেন মানানসই। কারণ কালো কাকই এখন পর্যন্ত দেখে এসেছে মানুষ। তবে এবার দেখা মিলল ধবধবে সাদা একটি কাকের। কাকটির পা এবং ঠোঁট গোলাপি রঙের। বিরল এই কাকটি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের বেলদার নন্দ মার্কেটে।

crow-in-(1)

জানা যায়, রামকৃষ্ণ মাইতি নামের এক ব্যবসায়ী দোকানের বাইরে একটি নারিকেল গাছের নিচে সাদা রঙের একটি পাখি দেখতে পান। সম্ভবত নারিকেল গাছের মাথায় থাকা বাসা থেকেই পড়ে গিয়েছে পাখিটি। কিন্তু দেখতে অবিকল কাকের মতো! তবে গায়ের রং ধবধবে সাদা।

crow-in-(2)

রামকৃষ্ণ মাইতি পাখিটিকে পানি ও বিস্কুট খেতে দেন। এরপর খবর দেন বন দফতরে। কিছুক্ষণের মধ্যে বন দফতরের একটি দল এসে পাখিটি উদ্ধার করে। বন দফতরের কর্মীরা জানান, এটি সাদা কাক। পাখি বিশেষজ্ঞরা জানান, পাখিটির পালকে পিগমেন্টের অভাবে রং সাদা হয়েছে। ঠিক যেভাবে সাদা বাঘ দেখা যায়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।