ক্যান্সারের আশঙ্কা কমাবে চা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ মে ২০১৮

ক্যান্সারের আশঙ্কা ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলতে পারে এক কাপ চা। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। চায়ের মধ্যে থাকা ক্ষুদ্র কণাগুলো নাকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

গবেষকরা বলেন, চায়ের কণাগুলো সক্রিয়ভাবে ক্যান্সারের কোষগুলোকে বেড়ে উঠতে বাধা দেয়। এ কণাগুলোকে কৃত্রিম উপায়ে বানানো যেতে পারে। তবে প্রক্রিয়াটি বেশ জটিল।

tea-in

গবেষণা অনুযায়ী, চা পাতার নির্যাসের সঙ্গে ক্যাডমিয়াম সালফেটসহ সোডিয়াম সালফাইড যোগ করে একটি উপাদান তৈরি হবে। যেখান থেকেই তৈরি হবে কণাগুলো। সেই কণাগুলোই পরবর্তীতে ফুসফুসকে ক্যান্সার সেল মুক্ত করবে।

চা পাতা দিয়ে তৈরি প্রক্রিয়াটি কেমিক্যাল পদ্ধতি থেকে অনেক বেশি সহজ। তাই গবেষকরা এ সহজ পদ্ধতির ওপরেই গুরুত্বারোপ করছেন বলে জানা গেছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।