যেসব স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফুটবল

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাঙালি সমর্থকদের পতাকাপ্রীতি ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। এখন শুধু অপেক্ষা পর্দা ওঠার। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ। আসুন জেনে নেই সেই ১২টি স্টেডিয়াম সম্পর্কে-

লুঝনিকি স্টেডিয়াম
luzniki-footballএটি রাশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম। এবারের বিশ্বকাপের প্রথম এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। মস্কো শহরের এ স্টেডিয়ামে ১৪ জুন রাশিয়া এবং সৌদি আরব মুখোমুখি হবে। স্টেডিয়ামটিতে ৮১ হাজার দর্শক বসার ব্যবস্থা রয়েছে।

একাতেরিনবার্গ এরেনা স্টেডিয়াম
ektarin-in
মধ্য রাশিয়ার এ স্টেডিয়ামের আসনসংখ্যা ২৩ হাজার। তবে বিশ্বকাপের জন্য আসনসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার করা হয়েছে। ১৫ জুন ইজিপ্ট বনাম উরুগুয়ে মুখোমুখি হবে এখানে।

ফিশ্ট স্টেডিয়াম
fitsh-in
সোচি শহরের এ স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের দুই হেভিওয়েট টিম পর্তুগাল-স্পেন প্রথম মুখোমুখি হবে এখানে।

কালিনিনগ্রাদ স্টেডিয়াম
kaliningard-in
বাল্টিক সাগরের তীরবর্তী এ স্টেডিয়ামে একসঙ্গে ৩৫ হাজার ২১২ জন দর্শক বিশ্বকাপের লড়াই উপভোগ করতে পারবেন।

কাজান এরেনা স্টেডিয়াম
kazan-erina
রাশিয়ার মনোমুগ্ধকর কাজান এরেনা স্টেডিয়ামে ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।

মোর্দোভিয়া এরেনা স্টেডিয়াম
modrovia-in
সরানস্ক শহরের এ স্টেডিয়ামে পেরু-ডেনমার্কের ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারবেন ৪৫ হাজার দর্শক।

নিঝনি নভগোরদ স্টেডিয়াম
nizhny-in
সুইডেন এবং কোরিয়ান রিপাবলিকের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে ৪৫ হাজার দর্শক বসার জায়গা রয়েছে।

রোস্তভ এরেনা স্টেডিয়াম
Rostov-erina
রোস্তভ এরেনা স্টেডিয়ামের ৪৫ হাজার দর্শক ব্রাজিল এবং সুইজারল্যান্ডের প্রথম ম্যাচ উপভোগ করতে পারবেন।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম
saint-peterburg
এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। এখানে মরক্কো এবং ইরানের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সামারা এরেনা স্টেডিয়াম
samara-erina
১৭ জুন ৪৫ হাজার আসন বিশিষ্ট এ স্টেডিয়ামে কোস্টারিকা এবং সার্বিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পার্টাক স্টেডিয়াম
sptark-st
এখানে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই বলা যায়, মেসি ভক্তদের ভিড় জমবে এই মাঠে।

ভোলগোগ্রাদ এরেনা স্টেডিয়াম
volgogard-erina
ইংল্যান্ড বনাম তিউনিশিয়ার ম্যাচ দেখার জন্য এখানে উপস্থিত থাকতে পারবেন ৪৫ হাজার দর্শক।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।