কখন ভারতে গর্ভপাত বৈধ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৫ মে ২০১৮

ভারতে আইন থাকা সত্ত্বেও গর্ভপাত করাতে চাইলে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। স্বেচ্ছায় করাতে গেলেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। ফলে ভারত সরকার সময়সাপেক্ষে গর্ভপাতের বৈধতা নির্ধারণ করে দিয়েছে।

১. গর্ভপাত একেবারেই অবৈধ নয়। ভারতে ২০ সপ্তাহ বা তার কম সময় হলে গর্ভপাত করার বিধান রয়েছে।
২. গর্ভ ধারণের ১২ সপ্তাহের মধ্যে একজন চিকিৎসকের অনুমতি নিলেই হবে।
৩. অবশ্য ১২ সপ্তাহ পার হলে দু’জন চিকিৎসকের অনুমতি নিতে হবে।
৪. ভ্রূণে কোনো অস্বাভাবিকতা থাকলে।
৫. গর্ভনিরোধক ব্যবহারের পরও যদি গর্ভবতী হন। এ ক্ষেত্রে শুধু বিবাহিতরাই সুযোগ পাবেন।
৬. ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হলে।
৭. সন্তানসম্ভবা নারীর প্রাণনাশ অথবা মানসিক বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকলে।
৮. প্রাপ্তবয়স্ক হলে স্বামী বা পরিবারের অনুমতি লাগবে না।
৯. গর্ভপাতের আগে শুধু অন্তঃসত্ত্বার অনুমতি নিয়েই কাজ করতে পারেন চিকিৎসক।
১০. গর্ভপাতের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা অপরাধ নয়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।