শিশুর আঁকা ছবির দাম লক্ষাধিক টাকা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৮ মে ২০১৮

চার বছর বয়সী এক শিশুর আঁকা একটি ছবি বিক্রি হয়েছে দুই হাজার ডলার। শিশুটির নাম অদ্ভেদ কোলাকার। তার জন্ম ভারতের পুনে শহরে। বিশ্বের সবচেয়ে বড় ফাইন আর্টস ট্রেড শোতে তার ছবি জয় করেছে হাজার হাজার মানুষের হৃদয়।

কানাডার সেন্ট জনস আর্ট সেন্টারে আয়োজিত এক প্রদর্শনীতে তার একটি ছবিই বিক্রি হয়েছে দুই হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য এক লাখ ষাট হাজার টাকার বেশি।

adved-in

জানা যায়, শিশুটির বাবা অমিত কোলাকার পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মা শ্রুতি কোলাকার একজন চিত্রশিল্পী। সন্তানের প্রথম ছবির প্রদর্শনীতেই এত বড় সাফল্য তাদের আবেগাপ্লুত করে দিয়েছে।

শিশুটির মা জানান, অদ্ভেদের বয়স যখন মাত্র একবছর; তখন হঠাৎই সে একদিন আঁকার ব্রাশ হাতে তুলে নেয়। ও শুধু রং নিয়ে খেলতোই না, সবসময়ই কিছু একটা বানানোর চেষ্টা করতো। ছোট থেকেই রং মেলানোর জ্ঞান ওর অসাধারণ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।