ঘরের দেয়ালে যে ছবি টাঙাবেন না

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৮

ঘরের দেয়ালে সব ধরনের ছবি টাঙানো ঠিক নয়। এতে ফল নেতিবাচক হতে পারে। বাস্তুশাস্ত্র বলছে এমন কথাই। কারণ এর কুপ্রভাব পরে পরিবারের সদস্যদের ওপর। তাহলে জেনে নিন কোন ছবিগুলো কখনোই টাঙানো ঠিক নয়—

প্রবাহমান পানি
পানি প্রবাহের ছবি দেয়ালে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এমন ছবি ঘরে থাকলে অর্থ স্থায়ী হয় না।

cover-pic-(2)

হিংস্র জন্তু
এ ধরনের কোনো ছবি বা শো-পিস ঘরে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে ক্রোধ, মনোমালিন্য, হিংসা বাড়ে।

cover-pic-(3)

শিশুর কান্না
এমন ছবি ঘরের দেয়ালে বা দোকানে লাগানো থাকলে দুর্ভাগ্য তাদের গ্রাস করে।

ডুবন্ত জাহাজ
এমন ছবি থাকলে ভাগ্যও ডুবে যেতে পারে। এমনকি এমন শো-পিস থাকলে সম্পর্কের উপরেও কুপ্রভাব পড়ে।

cover-pic-(4)

সংঘাত বা যুদ্ধ
দেয়ালে যুদ্ধের ছবি না থাকাই ভালো। এতে পরিবারের শান্তি বিঘ্নিত হয়। পরিবারে ঝগড়া-বিবাদ বাড়তে পারে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।