ভালোবাসায় রক্ষা পেল ‘পাখির বাসা’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৯ মার্চ ২০১৮

বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা উদ্যানে রানী মাঠে জটলা পাকিয়ে দাঁড়িয়ে বেশ কিছু সংখ্যক মানুষ। সবার দৃষ্টি লম্বা একটি গাছের উপরে একটি গর্তের দিকে। এক যুবককে বড় একটি লাঠির সাহায্যে গর্তের ভেতর গুজে রাখা পলিথিন ও ময়লা কাগজ পরিষ্কার করতে দেখা যায়। অনেকেই কৌতুহলী হয়ে যুবকের কাছে গর্ত পরিষ্কারের কারণ জানতে চান।

আবেদ ভূঁইয়া নামের ওই যুবক জানান, ওই গর্তটি টিয়া পাখির বাসা। কয়েকদিন আগেই টিয়া পাখির ডিম ফুটে কয়েকটা বাচ্চা হয়। বাচ্চাগুলি উড়তে শিখেছে। দিনে বাইরে ঘোরাফেরা করলেও রাতে ওরা ওই গাছের গর্তে করা বাসায় থাকে। আবার সকাল হলে বাইরে বেরিয়ে পড়ে। তিনি রমনা পার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণে আসলে টিয়া পাখির কিচির-মিচির শব্দ শুনেন।

bird-(3)

তিনি জানান, একটি দুষ্টচক্রের সদস্যরা পাখিগুলো যেন বাসায় প্রবেশ করতে না পারে সেজন্য বাসার মুখে পলিথিন ও ময়লা কাগজ দিয়ে আটকে দেয়।

আজ সাংবাদিক আজমল হক হেলাল বাসাটি নষ্ট হতে দেখে গণপূর্ত বিভাগের কর্মচারীদের ডেকে এনে উদ্যোগী হয়ে তা গর্ত পরিষ্কার করে পাখির বাসাটি রক্ষা করেন। মূলত তার উদ্যোগেই আবেদ ভূঁইয়ার ঐকান্তিক সহযোগিতা পান তিনি।

bird-(3)

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন সাংবাদিক আজমল হক হেলাল।

এমইউ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।