কমনওয়েলথ পয়েন্টস অব লাইট পুরস্কার পেলেন হিমেল

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ মার্চ ২০১৮

ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সভাপতি আরিফিন রহমান হিমেল ‘কমনওয়েলথ পয়েন্টস অব লাইট’ পুরস্কারে ভূষিত হয়েছেন। থ্যালাসেমিয়া সচেতনতায় তরুণ সমাজে বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি ব্রিটেনের রানি এলিজাবেথ কর্তৃক প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। গত ২৩ মার্চ ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হুসেইন বোর এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহাম এ পুরস্কার তুলে দেন।

আরিফিনের প্রতিষ্ঠিত ‘ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ’ সামাজিক সমস্যা সমাধানের জন্য তরুণদের একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকটিভ সিটিজেন কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।