সরকারি সাহায্য পেতে কল করবেন যে নম্বরে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২১ মার্চ ২০১৮

বিভিন্ন কাজে আমাদের সরকারি তথ্য জানা খুব জরুরি হয়ে পড়ে। কখনো কখনো নিজের বা চারপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারি বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন হয়। তাই আসুন জেনে নেই সরকারি কল সেন্টারসমূহের নম্বর। সংশ্লিষ্ট বিভাগে কল করেই পেতে পারেন নিশ্চিত সেবা।

১. ন্যাশনাল হেল্প ডেস্ক- ৯৯৯ (টোল ফ্রি)
২. কৃষি কল সেন্টার- ১৬১২৩ (চার্জ প্রযোজ্য)
৩. বিটিসিএল- ১৬৪০২ (চার্জ প্রযোজ্য)
৪. স্বাস্থ্য বাতায়ন- ১৬২৬৩ (চার্জ প্রযোজ্য)
৫. ঢাকা ওয়াসা- ১৬১৬২ (চার্জ প্রযোজ্য)
৬. মহিলা সংস্থা বা তথ্য আপা- ১০৯২২ (চার্জ প্রযোজ্য)
৭. দুর্যোগের আগাম বার্তা- ১০৯৪১ (টোল ফ্রি)
৮. চাইল্ড হেল্প লাইন- ১০৯৮ (টোল ফ্রি)
৯. বাংলাদেশ ব্যাংক- ১৬২৩৬ (চার্জ প্রযোজ্য)
১০. মহিলা ও শিশু বিষয়ক- ১০৯ ও জিপি ও বাংলালিংক ছাড়া ১০৯২১ (টোল ফ্রি)
১১. প্রবাসবন্ধু কল সেন্টার- ০৯৬৫৪৩৩৩৩৩৩ (চার্জ প্রযোজ্য)
১২. ডিএমপি জরুরি হেল্প লাইন- ১০০ (টোল ফ্রি)
১৩. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান- ০১৭৯৯০৯০০১১ (চার্জ প্রযোজ্য)
১৪. নারী অভিবাসন তথ্যসেবা- ৮৩২৩০০০৪ (চার্জ প্রযোজ্য)
১৫. জাতীয় পরিচয়পত্র- ১০৫ (চার্জ প্রযোজ্য)
১৬. ইউনিয়ন পরিষদ হেল্প লাইন- ১৬২৫৬ (চার্জ প্রযোজ্য)
১৭. সরকারি আইন সেবা- ১৬৪৩০ (টোল ফ্রি)

সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বরে কল করে আপনার সমস্যার কথা বলুন। এরপর সুষ্ঠু সমাধানের জন্য অপেক্ষা করুন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।