দরজার কাছে গেলেই মৃত্যু!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ মার্চ ২০১৮

বিপজ্জনক তো বটেই। মুহূর্তেই মৃত্যু হতে পারে দর্শনার্থীর। প্রাচীন এই নিদর্শনটি মূলত গ্রিসে। বহু বছর পর আবিষ্কৃত হয়েছে এই মৃত্যুর রহস্য। বহু বছর ধরে এ স্থানের ধারে-কাছে যায় না কেউ। গ্রিসের এই প্রাচীন নিদর্শনের বেশি কাছে গেলেই ঘটে বিপদ। এক মিনিটের মধ্যেই মৃত্যু হয় প্রাণির।

‘Hades Gate’ নামে পরিচিত এটি। তুরস্কের ওয়েস্টার্ন ডেনিজিল প্রদেশে অবস্থিত। এর ধারে-কাছে যেকোনো প্রাণি গেলেই তার মৃত্যু হয়। গবেষণায়ও দেখা গেছে, এটি মিথ্যা কথা নয়। প্রত্নতত্ত্বের ওপর লেখা এক জার্নালে বলা হয়েছে, ওখানে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। একইভাবে বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। ফরে সেখানে গেলেই মৃত্যু নিশ্চিত।

তবে সূর্য কোনদিকে উঠছে এবং বাতাস কোনদিকে বইছে, তার ওপর নির্ভর করে কোনদিক দিয়ে বের হবে কার্বন-ডাই-অক্সাইড। রাতে এতো বেশি গ্যাস বের হয় যে, এক মিনিটের মধ্যে প্রাণির মৃত্যু হতে পারে। ফলে এখানে অনেক মানুষ, ভেড়া, পাখির মৃত্যু হয়েছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।