গোপনে হিংসা করেন যারা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সফলদের দেখলে সবারই হিংসা হয়। অনেকেই হিংসা থেকেও প্রেরণা পান। সফলদের অনুসরণ করেন অনেকেই। তবে কেউ কেউ হিংসা করেন অতিমাত্রায়। এমনকি তা করে থাকেন গোপনে। ফলে সে হিংসা সফলদের ব্যক্তিচরিত্রেও আঘাত হানে। তাহলে আসুন জেনে নেই গোপনে হিংসা করে কারা?

‘দ্য মাইন্ডস জার্নাল’র মতে, দেখে নিন লক্ষণগুলো—

বিজ্ঞাপন

১. আপনাকে কেউ অনুকরণ করছে কিনা। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
২. অযথা কেউ আপনার প্রশংসা করছে কি? বেশি তোষামোদে মানুষের মনে গোপন হিংসা কাজ করে।
৩. আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখলে ভাববেন তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।
৪. সবসময় আপনার ভুল ধরলে জানবেন তারা আপনার প্রতি গোপনে হিংসা করছেন।
৫. আপনার বিরুদ্ধে গুজব ছড়ালে তাকে খুঁজে বের করুন। তিনি গোপন হিংসা থেকেই এটি করেছেন।
৬. আপনাকে কেউ অযাচিত উপদেশ দিলে সেটি গোপন হিংসা হওয়াই স্বাভাবিক।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।