টিভিতে বিয়ের লাইভ করলেন বর নিজেই!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

‘আজ আপনার সঙ্গে আমার বিয়ে, আপনি এ বিষয়ে কী বলবেন?’ বিয়ের আসরে কনেকে এমন প্রশ্ন করছেন একজন টিভি প্রতিবেদক। কথাটা শুনে কেমন তালগোল পাকায়। কিন্তু সত্যি বলতে- ওই প্রতিবেদকই বিয়ের বর। অর্থাৎ নিজের বিয়ের লাইভ প্রোগ্রাম কভারেজ করলেন এই সাংবাদিক।

জানা যায়, বেশ কয়েকবছর প্রেম করার পর বিয়ে করেন সাংবাদিক হান্নান বুখারি। বুখারি তার প্রতিবেদনের শুরু করেছেন এভাবে, ‘আমি আজ আমার বিয়ের আসরে উপস্থিত। আমার বিয়ে হচ্ছে। আমি তো খুশিই। আমার পরিবারও খুব খুশি।’

বিজ্ঞাপন

wedding-in

সাংবাদিকের বিয়ের আসরের এ লাইভ সম্প্রচার হয়েছে টেলিভিশনে। পাকিস্তানি চ্যানেল সিটি-৪১ এর সাংবাদিক হান্নান বুখারির বিয়ের লাইভ কভারেজ করেছেন নিজেই। এতে হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। শুধু কভারেজই নয়, তিনি দামি বাইক ও স্পোর্টস কারে করে বরযাত্রী হয়ে এসেছিলেন। এগুলোও বাদ পড়েনি প্রতিবেদন থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বুখারি নিজের বাবা, মা, স্ত্রী, শাশুড়িসহ অন্য আত্মীয়ের সাক্ষাৎকার নেন। প্রতিবেদনে তিনি এও বলেন, ‘আমাদের প্রেম করে বিয়ে, তাই খুশি আমার স্ত্রীও।’ ইতোমধ্যে এই প্রতিবেদনের ক্লিপিংস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটি দেখতে পারেন আপনিও-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।