মানুষের সৃষ্টি করা অবাক বিস্ময়

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

সৃষ্টিকর্তার বিচিত্র সৃষ্টির কথা আমরা জানি। পৃথিবীর বিভিন্ন দেশে অবাক করা কিছু জিনিস আমাদের চোখ কপালে তোলে। ঠিক তেমনি মানুষও কিছু জিনিস বানিয়েছে; যা অবাক করার মতো। মানবসৃষ্ট এমন অবাক বিস্ময় নিয়েই আজকের আয়োজন-

বানপো ব্রিজ
দক্ষিণ আফ্রিকার সিওলে অবস্থিত বানপো ব্রিজ। এটি ডাবল ডেক ব্রিজ। এর উপরের অংশ দিয়ে গাড়ি চলাচল করে এবং নিচের অংশ দিয়ে মানুষ চলাচল করে। বানপোর রাতের দৃশ্য অসাধারণ। মূল আকর্ষণ এর ঝরনা। এটি বিশ্বের সবচেয়ে বড় ঝরনা ব্রিজ।

media

ট্রাফিক জ্যাম
এটি বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম হিসেবে রেকর্ড করেছে। চীনের বেইজিংয়ে ২০১০ সালের ট্রাফিক জ্যামটি ১১ দিন পর্যন্ত স্থায়ী ছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে- চালকদের শৃঙ্খলা। কারণ চালকরা লাইনের মধ্যে সামনের গাড়ি ও পেছনের গাড়ির সঙ্গে যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রেখেছে। গাড়িগুলো ১১ দিন একই লাইনে ছিল।

media

গিটার বোট
আকর্ষণীয় এই গিটার বোটটি তৈরি করা হয়েছিল একটি গানের ভিডিও ধারণ করার জন্য। জোশ পিকে তার জনপ্রিয় ‘মেক ইউ হ্যাপি’ গানটির ভিডিও তৈরি করেন গিটার বোটটি ব্যবহার করে। কাঠের তৈরি নৌযানটি দেখতে অবিকল গিটারের মতো হলেও বাদ্য হিসাবে এটি আর্টিফিসিয়াল। পরে এটি নিলামে বিক্রয় করা হয়। বর্তমানে অস্ট্রিলিয়ান ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়ামে গিটার বোটটি সংরক্ষিত রয়েছে।

media

উল্টা ভবন
দেখলে মনে হবে ভবনটি উল্টে পড়ে আছে। আসলে এটা ভূমিকম্পে উল্টে যাওয়া কোনো ভবন নয়। ভবনটি তৈরি করা হয়েছে এভাবেই। মানুষকে চমকে দেওয়ার জন্য এটার ডিজাইন এমন করা হয়েছে! ভবনটি আমেরিকায় অবস্থিত। ভবনটির নাম ওয়ান্ডার ওয়ার্কস।

media

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।