ঢাকা শহরের পুরনো ৫ ছবি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

এ সময়ের ঢাকা শহর বিশাল বিশাল অট্টালিকায় ঠাসা। চারদিকে গাড়ির হর্ন আর মানুষের ছোটাছুটি। কিন্তু এমন ছিল না ঢাকা। তখনকার ছবি দেখে এখনকার ঢাকা শহরকে আপনি মেলাতেই পারবেন না। ঢাকা শহরের এমনই কিছু ছবি নিয়ে আজকের আয়োজন-

রমনা গেট

ramna-gate

১৯০১ সালে তোলা এই ছবিটি তৎকালীন ঢাকার রমনা গেটের। বর্তমানে স্থানটিকে আমরা দোয়েল চত্ত্বর নামে চিনি।

নাজিমুদ্দিন রোড

nazimuddin-road

পুরান ঢাকার চকবাজার মোড়ের ছবিটি ১৯০৪ সালে তোলা। বর্তমানের নাজিমুদ্দিন রোড। বামদিকেই শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।

চকবাজার

chowk-bazar

এই ছবিও পুরান ঢাকার চকবাজারের। যেখানে এখন ব্যস্ততার ছড়াছড়ি। যাবতীয় পাইকারি জিনিসের আখড়া। ছবিটি তোলা হয়েছিল ১৮৮৫ সালে।

ঢাকেশ্বরী মন্দির

dhakeshwari-mandir

ছবিটি বৃটিশ আমলের ঢাকেশ্বরী মন্দির। ঢাকার সর্বসাধারণের পরিচিত এই মন্দিরের ছবিটি তোলা হয়েছিল ১৯০৪ সালে।

মিডফোর্ট হাসপাতাল

salimullah-medical

১৯০৪ সালে তোলা ছবিটি ঢাকার মিডফোর্ট হাসপাতালের। বর্তমানে যেটি সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল নামে পরিবর্তিত হয়েছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।