শরীরের কোথায় তিল থাকলে অর্থকষ্ট হয়

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

মানুষের শরীরে তিল থাকলে বাহ্যিক সৌন্দর্য বাড়ে। বিশেষ করে মুখমণ্ডলে তিল থাকলে আলাদা সৌন্দর্য চোখে পড়ে। কিন্তু শরীরের এই তিল অর্থকষ্টের কারণও হয়ে থাকে। আসুন জেনে নেই শরীরের কোথায় তিল থাকলে অর্থকষ্ট হয়।

বাম গালে
বাম গালে তিল থাকলে আপনার আয় হবে প্রচুর। কিন্তু টাকা খরচও হবে পানির মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।

ঠোঁটের নিচে
ঠোঁটের নিচে তিল থাকলে দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না।

teel

বাম হাতের তালুতে
টাকা হাতে রাখা আপনার জন্য মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।

বাম হাঁটুতে
সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।

তর্জনীতে
তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।

teel

ভ্রুতে
ভ্রুয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। তাদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপড়েনের মধ্যে।

বাম বগলে
বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।