মুক্তিযুদ্ধ নিয়ে ভালোবাসি জামালপুরের কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অনলাইন কুইজের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’। জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ কুইজের মাধ্যমে।

আয়োজকরা জানান, ‘নিজ জেলার গৌরবগাথা’ স্লোগানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ১৪-৩৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। তবে অংশগ্রহণকারীদের জামালপুর জেলার যেকোনো উপজেলার অধিবাসী হতে হবে।

বিজ্ঞাপন

আয়োজকরা আরও জানান, কুইজগুলো প্রতিযোগীকে কৌতূহলী করে তুলবে। যেমন একটি প্রশ্ন করা হয়েছে কর্নেল তাহেরকে নিয়ে— ‘জামালপুরের কোন যুদ্ধে অংশ নিয়ে কর্নেল তাহের আহত হয়ে পা হারান?’ এমন প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে প্রতিযোগিতা।

কুইজে অংশ নেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর। সর্বোচ্চ উত্তরাদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচ জনকে বিজয়ী নির্বাচন করা হবে। প্রত্যেক বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে— মুক্তিযুদ্ধের বই, ভালোবাসি জামালপুরের টি–শার্ট ও ব্যাজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আগ্রহীরা goo.gl/forms এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।