কয়েক ঘণ্টায় ওবামার টুইটারে রেকর্ড সংখ্যক ফলোয়ার
বারাক ওবামাকে ফলো করছেন তো টুইটারে? ঠিকই শুনেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবশেষে পেলেন তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। আর তা খোলার কয়েক ঘণ্টার মধ্যে ওবামার ফলোয়ারের সংখ্যা ভেঙে ফেলেছে বহু রেকর্ড।
নানা হিসেব দেখিয়ে ইদানিং বলা হচ্ছিল, আমেরিকাসহ সারা বিশ্বে নাকি তাঁর জনপ্রিয়তা এখন নিম্নমুখী। টুইটারে তার ফলোয়ারদের সাড়া সব হিসেব উল্টে দিল।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা পর্যন্ত ওবামার ফলোয়ারের সংখ্যা ছিল ২১ লক্ষ ৯৭ হাজার ২৫৪। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা।
`প্রেসিডেন্ট ওবামা` নামের এই প্রথম ওবামার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট @POTUS-এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট সরকারিভাবে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।
যে ৬৫জনকে ওবামা নিজে ফলো করছেন আশ্চর্যজনক ভাবে তাঁদের মধ্যে একজনও বিশ্বে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব নন। বরং আছেন ওবামার নিজ পরিষদের পারিষদরা।
``হ্যালো, টুইটার! আমি বারাক। সত্যি! ছ`বছর পর আমি নিজস্ব অ্যাকাউন্ট পেলাম।`` সোমবার এই টুইট দিয়ে মাইক্রো ব্লগিং সাইটে হাতেখড়ি করলেন ওবামা।
ঘণ্টা চারেক পর নিজের নিউ জার্সি সফর নিয়ে দ্বিতীয় টুইটটি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এসআরজে