ক্যামেরার ফ্রেমে জীবনের গল্প বলেন নাহিদ
আকাশের নীলিমা, পাহাড়ের শিখর কিংবা প্রকৃতির নির্জনতা এই সবই মিশে যখন গল্প বলে, তখন তার সাক্ষী হয়ে ওঠে ফটোগ্রাফি। আলো-ছায়ার খেলা, অনুভূতির গভীর প্রকাশ কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি যেন সময়ের সঙ্গে বন্ধুত্বের এক শিল্প...