প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময় শুরু রোববার
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে রোববার থেকে মতবিনিময় সভা শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় অপর চার নির্বাচন কমিশনারাও উপস্থিত থাকবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিন সিটির রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। আর পরদিন অর্থাৎ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদের সঙ্গে বসবে ইসি। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রার্থীদের সঙ্গে শনিবারই মনবিনিময় সভা করেছে ইসি।
ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সে জন্য এই মতবিনিময় সভা করা হচ্ছে। সভায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারাও অংশ নেবেন। এছাড়া সভায় প্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন সিইসি।
একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেয়া হবে। সেই অনুযায়ী সমস্যা চিহ্নিত করে তিন সিটিতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান ইসি কর্মকর্তারা।
এইচএস/আরএস/একে/আরআই